ব্যাটিং বিপর্যয়ে ক্যারিবিয়ানদের ১৪৪ রানের টার্গেট দিলো বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

টেস্টে একপেশে সিরিজ হারের পর ওয়ানডেতে ঘুরে দাঁড়ানো জয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল বাংলাদেশ। বিদেশের মাটিতে ৯ বছর পর সিরিজ জয়ের আনন্দ নিয়ে তারা সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। বুধবার প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিং নেয় ক্যারিবিয়ানরা। আর প্রথম ওভারেই তামিম ইকবাল ও সৌম্য সরকারকে বিদায় করে চাপে ফেলে স্বাগতিকরা।

ইনিংসের প্রথম বলে অ্যাশলে নার্সকে উইকেট ছেড়ে সামনে এগিয়ে এসে মারতে গিয়ে দিনেশ রামদিনের কাছে স্টাম্পিং হন তামিম। ওয়ানডে সিরিজের শীর্ষ ব্যাটসম্যান রানের খাতা না খুলে নেন বিদায়। চতুর্থ বলে সৌম্য সরকার হন বোল্ড। প্রথম বল খেলেই সাজঘরে ফেরেন এই ওপেনার।  মাত্র ৪ বলে ২ উইকেট হারানোর পর ষষ্ঠ ওভারে আবার জোড়া আঘাতের ধাক্কা।

সাকিব-লিটনের ৩৮ রানের জুটি ভাঙে ইনিংসের ষষ্ঠ ওভারে। কেমো পল নিজের প্রথম ওভারে আক্রমণে এসেই ফিরিয়ে দেন লিটন দাসকে। ডিপ স্কয়ারে আন্দ্রে ফ্লেচারের হাতে ধরা পড়ে বিদায় নেওয়ার আগে ২১ বলে তিনটি চারের সাহায্যে লিটন করেন ২৪ রান। পরের বলেই বিদায় নেন সাকিব। বাউন্ডারি সীমানায় দুর্দান্ত এক ক্যাচ নেন কেরসিক উইলিয়ামস। বিদায়ের আগে সাকিব ১০ বলে চারটি চারের সাহায্যে করেন ১৯ রান। দলীয় ৪৩ রানে বাংলাদেশ চারটি উইকেট হারায়।

এরপর জুটি গড়েন মুশফিক-মাহমুদুল্লাহ। মাত্র ২৪ বলে তারা তুলে নেন ৪৭ রান। ইনিংসের দশম ওভারে বিদায় নেন মুশফিক। কেরসিক উইলিয়ামসের বলে রভম্যান পাওয়েলের হাতে ধরা পড়ার আগে মুশফিক ১১ বলে ‍দুটি বাউন্ডারিতে করেন ১৫ রান। মুশফিকের বিদায়ে উইকেটে আসেন আরিফুল হক। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১০০/৫।

দলীয় ১১৬ রানের মাথায় বাংলাদেশ ষষ্ঠ উইকেট হারায়। আন্দ্রে রাসেলের কুইকারে পরাস্ত হয়ে বোল্ড হন আরিফুল হক। সাজঘরে ফেরার আগে মাহমুদুল্লাহকে নিয়ে ২৬ রানের জুটি গড়েন তিনি। ১৮ বলে ১৫ রানের ছোটো ইনিংস খেলেন আরিফুল। ইনিংসের ১৭তম ওভারে বিদায় নেন মাহমুদুল্লাহ রিয়াদ। কেরসিক উইলিয়ামসের বলে বোল্ড হওয়ার আগে ২৭ বলে ৩৫ রানের ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ছিল তিনটি চার আর দুটি ছক্কার মার।

ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও সাফল্যের খোঁজে নেমেছে বাংলাদেশ। কিন্তু সেন্ট কিটসে প্রথম ম্যাচে দ্রুত উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা। মাহমুদউল্লাহ প্রতিরোধ গড়লেও পুঁজিটা বড় করতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারের প্রথম ম্যাচে ৯ উইকেটে ১৪৩ রান করেছে তারা।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে