রাজধানীতে গাড়ির অভাবে ভোগান্তিতে যাত্রীরা

ডেস্ক রিপোর্ট

আজ সকালে ঢাকার বিভিন্ন এলাকার বাসের সংখ্যা কম থাকায় রাজধানীবাসীর চলাচল যেমন থমকে গেছে, তেমনি পথে পথে ভোগান্তি পোহাতে হচ্ছে। সকালে অফিসমুখী যাত্রী, স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের পায়ে হেঁটে ও রিকশায় যেতে হচ্ছে। রাজপথের সড়ক ছিল ফাঁকা। তবে দূরপাল্লার বাস ও ট্রেন চলতে দেখা গেছে।

হাজার হাজার মানুষ বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছে। মাঝে মধ্যে দুই একটি বাস আসলেও তাতে সবাই উঠতে পারছেন না। রাজধানীতে গত দু-তিনদিনের চিত্রে এটি। গত রোববার ক্যান্টনমেন্ট এলাকায় বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের রাস্তা অবরোধের কারণে বাস সরিয়ে নিয়েছেন পরিবহণ মালিকরা।

universel cardiac hospital

উল্লেখ্য, গত রোববার বাসচাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর গাড়ি আটকে বিক্ষোভ করেছিল শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা। সোমবার ও মঙ্গলবার এরই ধারাবাহিকতায় কয়েকটি কলেজের শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের ২০টি পয়েন্ট বিক্ষোভ করে অবরোধ করে রাখে। রাজপথে নেমে আসা বিক্ষুব্ধ এই শিক্ষার্থীরা জানিয়েছে, নৌমন্ত্রীর পদত্যাগ ও ঘাতক চালকের বিচারের নিশ্চয়তা না পেলে তারা রাজপথ ছাড়বে না।

 

 

 

 

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে