ইরাকে সহিংসতায় জুলাইয়ে ৭১ জন বেসামরিক নাগরিক নিহত : জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

ইরাক জুড়ে জুলাই মাসের সহিংসতায় ৭১ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। ইরাক বিষয়ক জাতিসংঘ সহযোগিতা মিশন (ইউএনএএমআই) বুধবার একথা জানিয়েছে। খবর সিনহুয়ার।
ইউএনএএমআইয়ের এক বিবৃতিতে আরো বলা হয়, গত মাসে ইরাকে বিভিন্ন সন্ত্রাসী হামলা ও সশস্ত্র সংঘাতে ৮২ জন বেসামরিক নাগরিক আহত হয়েছে।
এতে বলা হয়, হতাহতের এ সংখ্যায় ইরাকি সৈন্য ও নিরাপত্তা সদস্যদের হিসাব ধরা হয়নি। ইরাকি সামরিক বাহিনী এ ব্যাপারে কোন তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছে।
এরআগে ইউএনএএমআই ইরাকে সহিংসতায় নিরাপত্তা সদস্যদের হতাহতের পূর্ববর্তী যে সংখ্যা জানানো হয়েছিল তা সঠিক নয় উল্লেখ করে দেশটির সামরিক বাহিনী সে তথ্য প্রত্যাখান করে।
জুলাই মাসে সংঘটিত সংঘাতের যে তথ্যচিত্র দেখানো হয়েছে তাতে রাজধানী বাগদাদে সবচেয়ে বেশী বেসামরিক লোক হতাহত হয়েছে। জুলাই মাসে সেখানে মোট ৬৩ জন বেসামরিক নাগরিক হতাহত হয়। এদের মধ্যে ৩০ জন নিহত ৩৩ জন আহত হয়েছে।
বিবৃতিতে বলা হয়, কিরকুক প্রদেশে মোট ৪২ জন বেসামরিক নাগরিক হতাহত হয়। এদের মধ্যে আটজন নিহত ও ৩৪ জন আহত হয়।
উল্লেখ্য, ২০১৭ সালের শেষের দিকে ইরাকি নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইসলামিক স্টেটের জঙ্গিদের সম্পূর্ণভাবে পরাজিত করায় দেশটির নিরাপত্তা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে