আন্তর্জাতিক ডেস্ক
ভারতের দক্ষিণাঞ্চলীয় অন্ধ্র প্রদেশে একটি পাথর খনির ভেতরে ডিনামাইট বিস্ফোরণে কমপক্ষে ১১ জন নিহত ও চারজন আহত হয়েছে। শনিবার কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়ার।
অন্ধ্র প্রদেশের প্রধান নগরী আমারাভাথির প্রায় ৪১২ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের কুরনল জেলার আলুরু মন্ডল গ্রামে একটি গ্রানাইট পাথর খনির ভেতরে শুক্রবার রাতে এ বিস্ফোরণ ঘটে।
স্থানীয় এক সরকারি কর্মকর্তা বলেন,‘গতরাতে এখানে ওই পাথর খনির ভেতরে বিস্ফোরণ ঘটলে ১১ শ্রমিক নিহত ও অপর চারজন মারাত্মকভাবে আহত হয়।’
এতে সেখানে রাখা বিভিন্ন ট্রাক্টর, লরি ও মালামাল রাখার একটি অস্থায়ী কেন্দ্রে আগুন ধরে যায়।
এদিকে এ বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা ও শোক জানিয়েছেন।