ক্রীড়া ডেস্ক
ফ্লোরিডায় সোমবার আরেকটি রেকর্ড গড়ল বাংলাদেশ। এদিন ২২ বলে দলীয় অর্ধশত করে টাইগাররা। টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের এটিই দ্রুততম হাফ সেঞ্চুরি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই দুর্দান্ত খেলতে থাকে টাইগাররা। তামিম ইকবাল ও লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে ৩.৪ ওভারে তথা ২২ বলে দলীয় হাফ সেঞ্চুরি করে সাকিব আল হাসানের দল।
ইনিংসের পঞ্চম ওভারে কার্লোস ব্র্যাথওয়েটের বলে কেজরিক উইলিয়ামসের হাতে ক্যাচ হন তামিম ইকবাল। ১৩ বল খেলে ২১ রান করেন তিনি। ষষ্ঠ ওভারে কিমো পলের বলে রভম্যান পাওয়েলের হাতে ক্যাচ হন সৌম্য সরকার। চার বল খেলে পাঁচ রান করেন তিনি।পাওয়ারপ্লেতে তথা প্রথম ছয় ওভারে বাংলাদেশের স্কোর ছিল দুই উইকেটে ৭১ রান। ইনিংসের দশম ওভারে কার্লোস ব্র্যাথওয়েটের বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হন মুশফিকুর রহিম। ১৪ বল খেলে ১২ রান করেন তিনি। ১০.৩ ওভারে দলীয় শতরান পূর্ণ করে বাংলাদেশ।
ইনিংসের ১১তম ওভারে কেজরিক উইলিয়ামসের বলে অ্যাশলে নার্সের হাতে ধরা পড়েন ওপেনার লিটন দাস। ২৪ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করার পর ৩২ বলে ৬১ রান করে আউট হন তিনি। টি-টোয়েন্টি ফরম্যাটে এটি তার প্রথম অর্ধশত।
আজকের ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল সাত উইকেটে। দ্বিতীয় ম্যাচে ১২ রানে জয় পায় বাংলাদেশ। সুতরাং, আজকের ম্যাচে যারা জয় পাবে তারাই সিরিজ জিতে নিবে। বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮৪ রান করেছে।