‘‌বিশ্বাস’ ও `দলগত প্রচেষ্টা’র ফলেই জয় : সাকিব

ডেস্ক রিপোর্ট

দুর্দান্ত পারফরমেন্সে সিরিজের দ্বিতীয় টি-২০ তে ওয়েস্ট ইন্ডিজকে ১২ রানে হারায় সফরকারী বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজে ১-১ সমতায় ফেরে টাইগাররা। সেন্ট কিটসে প্রথম ম্যাচ হারের পরও ঘুড়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের আত্মবিশ্বাস দলকে টি-২০ তে সাহস যুগিয়েছে বলে জানান বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।

সিরিজের দ্বিতীয় টি-২০ শেষে সাকিব বলেন, ‘আমি মনে করি, সেন্ট কিটসে হারের পরও বিশ্বাসটা কাজে দিয়েছে আমাদের। নিজেদের মধ্যে আমরা বেশ ভালো একটা আলোচনা করেছিলাম। সবাই বিশ্বাসী ছিলাম যে, ওয়েস্ট ইন্ডিজকে আমরা হারাতে পারি। এই মানসিকতাই দৃশ্যপট পাল্টে দিয়েছে।’

universel cardiac hospital

ফ্লোরিডার লডারহিলে হলেও নিজের টাইগারদের নিজ মাঠে খেলার অনুভূতি কাজ করেছে বলেও জানান সাকিব। মাঠের অগণিত দর্শকের সমর্থন দেখেই এমনটা মনে করেন সাকিব, ‘দর্শকদের সমর্থন খুব বড় ব্যাপার। কখনো মনেই হয়নি আমরা ঘর থেকে বাইরে খেলছি। মনে হচ্ছিল, বাংলাদেশেই খেলছি। আশা করি আগামীকালও তারা আমাদের এভাবে সমর্থন দিবেন।’

ওয়েস্ট ইন্ডিজকে ১৭২ রানের টার্গেট দিয়ে বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতে নেয় বাংলাদেশ। ক্যারিবীয়রা ৯ উইকেটে ১৫৯ রান পর্যন্ত যেতে পারে। তাই ম্যাচ জয়ের পেছনে বোলারদেরও বড় অবদান ছিলো বলে মনে করেন সাকিব। তিনি বলেন, ‘আবু হায়দারসহ সকল বোলার অসাধারণ বোলিং করেছে। মুস্তাফিজ অনেক রান দিয়েছে কিন্তু প্রয়োজনের সময়ে গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেছে। সবকিছুই ছিলো দলগত প্রচেষ্টা।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে