সকাল থেকে সচল বাসের চাকা

ডেস্ক রিপোর্ট

নিরাপদ সড়কের দাবিতে ছাত্র আন্দোলনে ভাঙচুরের প্রতিক্রিয়ায় তিন দিন বন্ধ রাখার পর দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। নগর পরিবহন সকাল থেকে চলবে বলে জানিয়েছেন পরিবহন মালিকরা।

universel cardiac hospital

রবিবার রাত থেকেই রাজশাহী ও সিলেট থেকে থেকে ঢাকামুখী বাস ছেড়েছে বলে নিশ্চিত করেছেন মত ও পথের প্রতিবেদকরা।

বাংলাদেশ সড়ক পরিবহন গ্রুপের রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন পিটার গণমাধ্যমকে বলেন, ‘কেন্দ্রের নির্দেশে রাত ১১টা থেকে বাস চলাচল শুরু করেছে। সোমবার দিন থেকে পুরোদমে চলবে।’

সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সিলেট বিভাগের সভাপতি সেলিম আহমেদ ফলিক গণমাধ্যমকে জানান, ‘রবিবার রাত ১১টা থেকেই সিলেট থেকে দূরপাল্লার বাস ছাড়া শুরু হয়েছে।’

গত ২৯ জুলাই বিমানবন্দর সড়কে বাস চাপায় দুই শিক্ষার্থীর মৃত্যুর পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্যাপক ভাঙচুর চালায় ছাত্ররা। আর আন্দোলনে এই কয় দিনে ৩১৭টি গাড়ি ভাঙচুর ও আটটিতে আগুন দেয়ার কথা জানিয়ে শুক্রবার থেকে বন্ধ করে দেয়া হয় দূরপাল্লা ও নগর পরিবহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা অবধি বাস চলবে না বলেও জানানো হয়।

পরিবহন মালিকরা কোনো ঘোষণা ছাড়া এই বাস বন্ধ করে দেয়ায় ভোগান্তি আরও বেশি হয়। কারণ, যাত্রীরা না জেনে টার্মিনাল থেকে ফিরেছে অথবা বেশি টাকা খরচ করে বাসের বদলে ছোট যানবাহন দিয়ে ভেঙে ভেঙে দীর্ঘ পথ পারি দিয়েছে।

তিন দিনের ভোগান্তি শেষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ জানিয়েছেন সোমবার থেকে পুরোদমে সারা দেশেই চলবে বাস। রবিবার রাতে তিনি গণমাধ্যমকে বলেন, সারা দেশের পরিস্থিতি এখন ভালো মনে হচ্ছে। আমরা নিরাপদ বোধ করছি। বাস চালানোর মতো পরিবেশ তৈরি হয়েছে।’

‘মালিক-শ্রমিকরা সোমবার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে বাস চলাচল শুরুর সিদ্ধান্ত নিয়েছে।’

নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত ছাত্ররা টানা ছয় দিন পর রবিবার রাজধানীর সড়ক ছেড়েছে। এদিন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাস্তায় নেমে মিছিল করলেও তারা স্কুল কলেজের ছাত্রদের মতো অবস্থান নেয়নি। আর স্কুল কলেজের ছাত্ররা আবার রাস্তায় নামবেন, এমন মনে হচ্ছে না।

এনায়েত উল্লাহ বলেন, তারা আশা করছেন, সড়কে নেমে আর ভাঙচুরের শিকার হতে হবে না, বাধার ‍মুখেও পড়তে হবে না।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে