স্যামুয়েলসকে বোল্ড করলেন সাকিব

ক্রীড়া ডেস্ক

মারলন স্যামুয়েলসকে সাজঘরে ফেরালেন সাকিব আল হাসান। ইনিংসের ষষ্ঠ ওভারে বোল্ড হয়েছেন তিনি। সাত বল খেলে দুই রান করেছেন স্যামুয়েলস। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এখন বাংলাদেশের দেয়া ১৮৫ রানের জয়ের টার্গেটে ব্যাট করছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৮ ওভারে ৩ উইকেটে ৪৮ রান।

ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিংয়ে নেমে প্রথম উইকেট হারায় দলীয় ২৬ রানে। ইনিংসের চতুর্থ ওভারে মোস্তাফিজুর রহমানের বলে নাজমুল ইসলামের হাতে ক্যাচ হন আন্দ্রে ফ্লেচার। সাত বল খেলে ছয় রান করেন তিনি। মোস্তাফিজুর রহমানের পর আঘাত হানেন সৌম্য সরকার। ইনিংসের পঞ্চম ওভারে সাব্বির রহমানের হাতে ধরা পড়েন চাঁদউইক ওয়ালটন। ১৯ বল খেলে ১৯ রান করেন তিনি।

universel cardiac hospital

যুক্তরাষ্ট্রের লডারহিলে সোমবার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ১৮৪ রান করেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল সাত উইকেটে। দ্বিতীয় ম্যাচে ১২ রানে জয় পায় বাংলাদেশ। সুতরাং, আজকের ম্যাচে যারা জয় পাবে তারাই সিরিজ জিতে নিবে।

বাংলাদেশের ব্য্যাটসম্যানদের মধ্যে আজ টাইগার ওপেনার লিটন দাস হাফ সেঞ্চুরি করেছেন। ৩২ বলে ৬১ রান করেন তিনি। এছাড়া ১৩ বলে ২১ রান করেন তামিম ইকবাল। ২৪ রান করেন সাকিব আল হাসান। ২০ বলে ৩২ রান করে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৬ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন আরিফুল হক। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে কার্লোস ব্র্যাথওয়েট ২টি, কিমো পল ২টি ও কেজরিক উইলিয়ামস ১টি করে উইকেট শিকার করেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে