ঈদ উপলক্ষে ব্যাংকের নতুন নোট বিনিময় ১৩ আগস্ট থেকে

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আগামী ১৩ আগস্ট থেকে বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক গ্রাহক ও জনগণের মধ্যে নতুন নোট বিনিময় শুরু করবে। নতুন নোট বিনিময় আগামী ২০ আগস্ট পর্যন্ত চলবে। বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন অফিসের কাউন্টারের মাধ্যমে জনসাধারণের মাঝে নতুন নোট বিনিময় করা হবে। এছাড়া, ঢাকা মহানগরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখা থেকেও এ সময় ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নতুন নোট বিনিময় করা হবে।

একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। তবে নোট উত্তোলনকালে কেউ ইচ্ছা করলে বাংলাদেশ ব্যাংকের কাউন্টার থেকে পরিমাণ নির্বিশেষে যে কোন মূল্যমানের ধাতব মুদ্রা গ্রহণ করতে পারবেন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে