ডেস্ক রিপোর্ট
ব্রহ্মপুত্র- যমুনা নদ-নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী ২৪ ঘন্টায় স্থিতিশীল থাকতে পারে। পাশাপাশি, আপার মেঘনা অববাহিকার প্রধান নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
অন্যদিকে, গঙ্গা-পদ্মা নদীসমূহের পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
মঙ্গলবার সকালে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাসে একথা জানানো হয়।
এতে আরও বলা হয়, মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত দেশের পর্যবেক্ষণাধীন ৯৪টি পানি সমতল স্টেশনের মধ্যে ৫৩ টিতে পানি সমতল বৃদ্ধি পেয়েছে, ৩৮টিতে হ্রাস পেয়েছে এবং ২টি অপরিবর্তিত রয়েছে। এর মধ্যে আবার ১টি স্টেশনে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঝিকরগাছা পানি সমতল স্টেশনে কপোতাক্ষ নদ বিপদসীমার ১৮ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আজ সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জে ৪৬ মি.মি. এবং বগুড়ায় ২৫ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।