কলমাকান্দায় মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোণা জেলার কলমাকান্দার খারনৈ ইউনিয়নের উত্তর রানীগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রশিদকে (৬৫) পাওনা টাকা নিয়ে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে দোকানী হাবিবুর রহমানের বিরুদ্ধে। ব্যাপারে মঙ্গলবার আবদুর রশিদ দোকানী হাবিবুর রহমান হাবি, তার স্ত্রী মঞ্জিলা খাতুন, মজিবুর রহমানের নাম উল্লেখ অজ্ঞাত ৫জনের বিরুদ্ধে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ করেন

লিখিত অভিযোগে জানা গেছে, কলমাকান্দার উত্তর রানীগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা আবদুর রশিদের কাছ থেকে প্রায় মাস আগে উপজেলার খরনৈ বাজারের দোকানদার হাবিবুর রহমান হাবি ২০ হাজার টাকা ধার নেন। নির্ধারিত সময়ে টাকা পরিশোধ করেননি হাবিবুর রহমান। ওই টাকার তাগিদ দিলে দেই দিচ্ছি বলে টালবাহানা শুরু করে। গত শনিবার বাজারের ভান্ডারীর দোকানে যান আবদুর রশিদ এবং হাবিবুর রহমানকে টাকা দেয়ার কথা বলেন। সেখানে হাবিবুর রহমান হাবি, তার স্ত্রী মঞ্জিলা খাতুন তাকে লাঞ্ছিত করে, তিন ঘন্টা আটকে রাখে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে তার সাথে থাকা হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে মুক্তিযোদ্ধা আবদুর রশিদের পরিবারের লোকজন এসে এলাকাবাসীকে নিয়ে তাকে ছাড়িয়ে নেয়। বিষয়টি মীমাংসার কথা বলে স্থানীয় কিছু লোক সময় ক্ষেপন করে নিয়ে উপজেলা স্থানীয় মুক্তিযোদ্ধাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে

খারনৈ ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হারুল অর রশিদ বলেন, কিছু টাকা পাওয়া নিয়ে আবদুর রশিদকে লাঞ্ছিত করেছে হাবিবুর রহমান তার লোকজন। বিষয়টি উপজেলা জেলা মুক্তিযোদ্ধাদের জনানো হয়েছে। আমরা এর বিচার চাই

কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম মিজানুর রহমান জানান, পাওনা টাকা ফেরৎ চাওয়া নিয়ে মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে