তেহরানের বিরুদ্ধে একতরফা অবরোধ যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক

President Donald Trump arrives for a campaign rally at Florida State Fairgrounds Expo Hall, Tuesday, July 31, 2018, in Tampa, Fla. (AP Photo/Evan Vucci)

যুক্তরাষ্ট্র মঙ্গলবার ইরানের বিরুদ্ধে কঠোর ও একতরফা অবরোধ পুনর্বহাল করেছে। আর এ পদক্ষেপ গ্রহণের মধ্যদিয়ে ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে তাদের কঠিন শাস্তি কার্যকর করা আবারো শুরু করলো। ঐতিহাসিক বহুপাক্ষিক পারমাণবিক চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল। গত মে মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। খবর এএফপি’র।

যুক্তরাষ্ট্রের দুই দফা অবরোধের প্রথম দফা স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিটে (গ্রিনিচ মান সময় ০৪৩১ টা) কার্যকর করা হয়। প্রথম দফায় ইরানের ওপর মার্কিন ডলার ক্রয়ে এবং কার ও কার্পেটসহ প্রধান শিল্প পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে