শেখ হাসিনাকে আইওসি’তে যোগ দিতে শ্রীলংকার প্রধানমন্ত্রীর আমন্ত্রণ

ডেস্ক রিপোর্ট

শ্রীলংকার প্রধানমন্ত্রী এবং ইন্ডিয়ান ওশান কনফারেন্সের (আইওসি) চেয়ারপার্সন রনিল বিক্রমাসিংহে এ মাসের শেষের দিকে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য তৃতীয় আইওসি-২০১৮তে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহ্সানুল করিম জানান, শ্রীলংকার প্রধানমন্ত্রী সোমবার (৬ আগস্ট) বিকেল ৩টা ৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন এবং প্রায় ১০ মিনিট কথা বলেন।

তিনি বলেন, বিক্রমাসিংহে তৃতীয় আইওসি’তে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছেন। প্রেস সচিব আরো জানান, এ সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন।

universel cardiac hospital

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আগামী ২৭ থেকে ২৮ আগস্ট দু’দিনব্যাপী তৃতীয় আইওসি-২০১৮ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় আইওসি গত বছরের ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর শ্রীলংকার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে