অভিবাসন প্রত্যাশী শরণার্থীদের স্রোত ঠেকাতে সোমবার ভেনিজুয়েলা সীমান্ত বন্ধ করে দিয়েছে ব্রাজিল। স্থানীয় হাইওয়ে পুলিশ একথা জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিপুল সংখ্যক ভেনিজুয়েলান শরণার্থীকে ব্রাজিলের অন্যত্র স্থানান্তর না করা পর্যন্ত আরো ভেনিজুয়েলান অভিবাসন প্রার্থীদের ব্রাজিলে ঢুকতে না দেয়ার জন্য সোমবার ফেডারেল বিচারকের এক রায়ের প্রেক্ষিতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ব্রাজিলিয়ান এবং যেসব ভেনিজুয়েলান বা অন্যান্য দেশের নাগরিক দেশে ফিরে যেতে চান, তাদের জন্য সীমান্ত উন্মুক্ত থাকবে।