ক্রীড়া ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ড্যাসিং ওপেনার তামিম ইকবাল। সেই সাথে ব্যাটে বলে জ্বলে উঠেন অধিনায়ক সাকিব আল হাসান। এই পারফরম্যান্সের কারণে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাংকিংয়ে উন্নতি হয়েছে তাদের।
সিরিজের তিন ম্যাচে একটি ফিফটিসহ সর্বোচ্চ ১০৩ রান করেন সাকিব। র্যাংকিংয়ে আট ধাপ এগিয়ে তার অবস্থান এখন ৪৫ নম্বরে। এদিকে তামিম ইকবাল প্রথম ম্যাচে ডাক মারলেও শেষ দুই ম্যাচে ৯৫ রান করেছেন। ছয় ধাপ এগিয়ে তামিম উঠে এসেছেন ৩৯ নম্বরে।
সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে ৩২ বলে ৬১ রান করা লিটন দাস র্যাংকিংয়ে এগিয়েছেন ২২ ধাপ। লিটন এখন ৭১ নম্বরে। রেটিং পয়েন্ট বেড়ে হয়েছে ৩৫১, যা তার ক্যারিয়ার সেরা।
এই সিরিজে বড় ইনিংস খেলতে পারেননি মাহমুদউল্লাহ। তবে খেলেছেন কার্যকরী ৩৫, ১৩* ও ৩২* রানের তিনটি ইনিংস। মাহমুদউল্লাহ তিন ধাপ এগিয়ে ৩৬ নম্বরে আছেন।