মিডিয়া অঙ্গনে আলোচনা চলছিল অভিনয়ে হাতেখড়ি হতে চলেছে শাহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুতের। বর্তমানে সে সম্ভাবনা দূরস্থ হলেও বিজ্ঞাপনে আত্মপ্রকাশ করেছেন তিনি। আর শুরুতেই হয়ে উঠলেন বিতর্কের কেন্দ্রবিন্দু।
গত পরশু তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথম বিজ্ঞাপনের ভিডিও শেয়ার করেছিলেন। এরপর থেকেই সমালোচনার মুখে পড়েন তিনি। একটি নামী সংস্থার অ্যান্টি এজিং ক্রিমের বিজ্ঞাপনে মীরাকে দেখা গেছে নিজের অভিজ্ঞতা ভাগ করতে।
কিভাবে সন্তানের জন্মের পর রাত জাগা ও নতুন মায়ের দায়িত্ব তার ত্বকের উপর প্রভাব ফেলে বা তার থেকে কী করে বেরিয়ে আসা যায় ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছেন মীরা। তবে দর্শকরা তার এ বিজ্ঞাপনটি মেনে নেননি। তার এ বিজ্ঞাপন নিয়ে শুরু হয়েছে তুমুল সমালোচনা।
দর্শকদের বক্তব্য, মাত্র ২৩ বছর বয়সে তিনি কীভাবে অ্যান্টি এজিং ক্রিম ব্যবহার করতে পারেন? কেউ কেউ তো কটাক্ষ করে এও বলেছেন যে, ২৩ বছর বয়সেই যদি অ্যান্টি এজিংয়ের প্রয়োজন পড়ে, তাহলে ৪০-এ পৌঁছে কী ব্যবহার করবেন তিনি! কারও কারও অভিযোগ শুধুমাত্র পাবলিসিটির জন্যই তিনি এ ধরনের বিজ্ঞাপনে অভিনয় করেছেন।