রুদ্ধশ্বাস ম্যাচে শ্রীলঙ্কার জয়

ক্রীড়া ডেস্ক

রুদ্ধশ্বাস ম্যাচ দক্ষিণ আফ্রিকাকে ৩ রানে হারিয়ে জয় পেয়েছে শ্রীলঙ্কা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিন ম্যাচ হারের পর চতুর্থ ম্যাচে জয়ের মুখ দেখল তারা।

টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩০৬ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নামলে বৃষ্টি শুরু হয়। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ২১ ওভারে ১৯১ রানের লক্ষ্য পায় প্রোটিয়ারা। নিয়মিত বিরতিতে তারা উইকেট হারায়। শুরুতে আমলা ২৩ বলে ৪০ ও ডি কক ১৩ বলে ২৩ রান করেন। মাঝে ডুমিনির ২৩ বলে ৩৮ রানে কিছুটা প্রতিরোধ পায়।

universel cardiac hospital

শেষ দিকে মিলার ও মাহারাজের ব্যাটিংয়ে লক্ষ্য প্রায় ছুঁয়ে ফেলেছিল প্রোটিয়ারা। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার দরকার মাত্র ৮ রান। তখন ক্রিজে টিকে ছিলেন ডেভিড মিলার। কিন্তু দ্বিতীয় বলে তার আউটে পাল্টে যায় সব চিত্র। সুরঙ্গা লাকমালের স্লোয়ারে বোল্ড হন মিলার। পরের ৪ বলে আসে মাত্র ৪ রান। ফলে ৩ রানে রুদ্ধশ্বাস জয় তুলে নেয় শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কার হয়ে ব্যাট হাতে ঝড় তুলেন দাসুন শানাকা। মাত্র ৩৪ বলে ৬৫ রান করেন ডানহাতি ব্যাটসম্যান। ৪৫ বলে ৫১ রান করে শেষ অপরাজিত থাকেন পেরেরা। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে শেষ দিকে ভালো সংগ্রহ পায় শ্রীলঙ্কা। এর আগে ইনিংসের শুরুতে দলের হাল ধরেন উপল থারাঙ্গা ও কুশল পেরেরা। থারাঙ্গা ৩৬ ও পেরেরা ৫১ রান করেন। ২২ রান আসে অধিনায়ক ম্যাথুসের ব্যাট থেকে।

পাঁচ ম্যাচ সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ওয়ানডে হবে ১২ আগস্ট কলম্বোতে। একই মাঠে ১৪ আগস্ট একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি খেলবে দুই দল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে