আন্তর্জাতিক ডেস্ক
১১৪ বছরের সাজা হল থাইল্যান্ডের এক বৌদ্ধ সন্ন্যাসীর৷ আর্থিক প্রতারণা থেকে সাইবার ক্রাইম এমনই বহু অভিযোগ রয়েছে উইরাপোল সুখফল নামের ওই সন্ন্যাসীর বিরুদ্ধে৷
লুয়াং পু নেনখাম নামেই পরিচিত উইরাপোল৷ নাবালিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন থেকে সোশ্যাল মিডিয়ায় তার একটি আপত্তিজনক ভিডিও ছড়িয়ে পড়ার পর তাকে মঠ থেকে বহিষ্কার করে দেওয়া হয়৷ ব্যাংকেক একটি ক্রিমিনাল কোর্টে উইরাপোলকে ১১৪বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়৷ তবে থাই আইন অনুযায়ী ২০ বছরের সাজা কাটিয়েই মুক্ত হতে পারবে সে৷
আর্থিক প্রতারণা করে বিলাসবহুল বহু গাড়ির মালিক হয়ে ওঠে সে, সেই সঙ্গে নিজে সাপার পাওয়ারের অধিকারী এমনও দাবি করে সে দিনের পর দিন অন্যদের ঠকিয়েছে৷ শিশুদের যৌন নির্যাতনের আরও একটি অভিযোগে অভিযুক্ত এই বৌদ্ধ সন্ন্যাসী, যে মামলার রায় আগামী অক্টোবরে দেবে আদালত৷