বার্সার ক্যাপ্টেন লিওনেল মেসি

খেলাধূলা ডেস্ক

বার্সেলোনার ক্যাপ্টেনের দায়িত্ব গ্রহণ করবেন ৩১ বছর বয়সী আর্জেন্টাইন এই ফুটবল তারকা।
নতুন মৌসুমে বার্সার হাল ধরবেন লিওনেল মেসি। সম্প্রতি ক্লাবটি নিশ্চিত করেছে, আসছে মৌসুমে ইনিয়েস্তার বদলে ক্লাবটির ক্যাপ্টেনের দায়িত্ব পালন করবেন মেসি। সম্প্রতি ইএসপিএন এক প্রতিবেদনে বিষয়টি সম্পর্কে জানিয়েছে।

universel cardiac hospital

নিজ প্রতিবেদনে ইএসপিএন জানিয়েছে, ২০১৫ সাল থেকে বার্সেলোনার ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন ইনিয়েস্তা। সে সময় অনেকটা হুট করে দলবদল করেছিলেন হার্নান্দেজ। এদিকে মেসি যে বার্সার ক্যাপ্টেনের দায়িত্ব কখনও পালন করেননি, তা নয়। ইনিয়েস্তার অনুপস্থিতিতে বেশ ক’বারই ভারপ্রাপ্ত ক্যাপ্টেন হিসেবে দলের দায়িত্ব নিয়েছেন তিনি। তবে এবার আর ভারপ্রাপ্ত নয়, পাকাপোক্ত ভাবে বার্সেলোনার ক্যাপ্টেনের দায়িত্ব গ্রহণ করবেন ৩১ বছর বয়সী আর্জেন্টাইন এই ফুটবল তারকা।

এতোদিন বার্সার দ্বিতীয় ক্যাপ্টেনের দায়িত্বে ছিলেন মেসি, এখন সে শূণ্যস্থান পূরণ করবেন সের্হিও বুস্কেতস। বার্সেলোনার তৃতীয় এবং চতুর্থ ক্যাপ্টেনের দায়িত্ব যথাক্রমে পালন করবেন জেরার্ড পিকে এবং হোর্হে রবার্তো।
ইএসপিএন-এর তথ্য অনুযায়ী, ২০০৮ সালে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে দলবদল করার দশ বছরের মাথায় আবারও এরকম একটি দায়িত্ব পেতে যাচ্ছেন পিকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে