সার্ভার সমস্যার পর রেলের টিকিট বিক্রি শুরু

ডেস্ক রিপোর্ট

সার্ভার সমস্যার কারণে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি ৪০ মিনিট বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে সার্ভারে সমস্যা দেখা দিলে টিকিট বিক্রি বন্ধ করে দেওয়া হয়। সার্ভার ঠিক হলে পুনরয় ১১টা ১০ মিনিটে শুরু হয় টিকিট বিক্রি ।

২৬টি কাউন্টার থেকে আজ দেয়া হচ্ছে ২০ আগস্টের টিকিট। অগ্রিম টিকিট পেতে শুক্রবার রাত থেকেই অনেকে কমলাপুর রেল স্টেশনে ভিড় জমিয়েছেন।

১৫ আগস্ট থেকে শুরু হবে ঈদ ফেরত যাত্রীদের জন্য ট্রেনের আগাম টিকিট বিক্রি। ঈদ ফেরত অগ্রিম টিকিট রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় সকাল ৮টায় বিক্রি শুরু হবে। ২৪ আগস্টের ফিরতি টিকিট দেওয়া হবে ১৫ আগস্ট। একইভাবে ১৬, ১৭, ১৮ ও ১৯ আগস্ট যথাক্রমে পাওয়া যাবে ২৫, ২৬, ২৭ ও ২৮ আগস্টের টিকিট।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে