ঈদে মুক্তি পাচ্ছে ৫ সিনেমা

বিনোদন ডেস্ক

আর মাত্র ১০ দিন পরই ঈদ। ঈদে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম হয়ে ওঠবে বাংলা সিনেমা। ঈদের তালিকায় থাকা সব ছবির শুটিং শেষ। শেষ মুহূর্তে চলছে মুক্তির প্রস্তুতি। তাই চলচ্চিত্র পাড়ায় এখন বইছে ঈদের আমেজ। এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে ৫টি সিনেমা। সিনেমাগুলো হলো, ক্যাপ্টেন খান, বেপরোয়া, মনে রেখ, জান্নাত ও আমার প্রেম আমার প্রিয়া।

গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া পোড়ামন-২, সুপার হিরো, চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া, পাঙ্কুজামাই ছবি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে চলছে এখনো।

সামনে আসছে ঈদুল আজহা, এরই মধ্যে ঈদে ছবি মুক্তির ঢেউ ছড়িয়েছে দেশের বিভিন্ন প্রান্তের প্রেক্ষাগৃহে। ঈদের ছবি ঘিরে প্রেক্ষাগৃহের মালিক, কর্মচারী, কর্মকর্তা, বুকিং এজেন্টদের আনাগোনা বেড়েছে সিনেমা প্রযোজনা প্রতিষ্ঠানের অফিসগুলোতে। কত টাকায় এমজি (মিনিমাম গ্যারান্টি), কত কমিশনে ছবি প্রেক্ষাগৃহে উঠবে তা নিয়ে হলের মালিক ও প্রযোজকদের মধ্যে চলছে দর-কষাকষি।

সুপারস্টার শাকিব খানের ছবি মুক্তি মানেই অন্যরকম আমেজ। হল মালিক, পরিবেশক ও দর্শকদের বাড়তি আগ্রহ তৈরি করে, শুরু হয় অগ্রিম হল বুকিং। এই ঈদেও ব্যতিক্রম ঘটছে না।

এরই মধ্যে ক্যাপ্টেন খান ছবির প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়ার কার্যালয়ে ভিড় শুরু হয়ে গেছে। সর্বাধিক হলে মুক্তি পেতে পারে ছবিটি। এ ছাড়া জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত বেপরোয়া ছবিরও বুকিং শুরু হয়েছে। জাজ জানিয়েছে, প্রায় ৮০টি হলে বেপরোয়া মুক্তির পরিকল্পনা আছে তাদের।

ছবি : আমার প্রেম আমার প্রিয়া

বাকি ছবিগুলোর বুকিং এখনো শুরু না হলেও মনে রেখ ৪০টি, জান্নাত ৩৫টি আমার প্রেম আমার প্রিয়া ৩০টি হলে মুক্তির পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে