বাংলা সিনেমার রাজপুত্র সালমান শাহ। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর হঠাৎ চলে যান না ফেরার দেশে। রেখে গেছেন ২৭টি চলচ্চিত্র। ৬ সেপ্টেম্বর নায়কের ২২তম মৃত্যুবার্ষিকী। ঈদুল আজহায় নাগরিক টিভিতে এই দিবসকে সামনে রেখে আয়োজন করা হচ্ছে ‘সালমান শাহ উৎসব’। ঈদের সাতদিনে সালমান শাহ অভিনীত ৮টি জনপ্রিয় সিনেমা নিয়ে এই উৎসব অনুষ্ঠিত হবে।
এর মধ্যে ঈদের দিন সকাল ১০টায় ‘মহামিলন’ এবং দুপুর ১টায় প্রচার হবে ‘সত্যের মৃত্যু নেই’। ঈদের দ্বিতীয় দিন থেকে ৭ম দিন পর্যন্ত দুপুর ১টায় ধারাবাহিকভাবে প্রচারিত হবে যথাক্রমে ‘স্বপ্নের নায়ক’, ‘জীবন সংসার’, ‘আনন্দ অশ্রু’, ‘স্নেহ’, ‘প্রিয়জন’ ও ‘বিক্ষোভ’।