আন্দ্রে সিলভাকে দলে নিল সেভিয়া

এসি মিলয়ান থেকে এক বছরের ধারে সেভিয়াতে যোগ দিয়েছেন পর্তুগীজ স্ট্রাইকার আন্দ্রে সিলভা। মিলানেও তিনি মাত্র এক মৌসুম কাটিয়েছেন। আসন্ন মৌসুমে জুভেন্টাস থেকে গঞ্জালো হিগুয়েইন মিলানে যোগ দেয়ায় প্রথম দলে সিলভার খেলার সুযোগ খুব কমই ছিল। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন সিলভা।

সেভিয়ার ওয়েবসাইটে সিলভার দলভূক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসাথে তারা আরো জানিয়েছে স্থায়ীভাবে সিলভাকে দলে নেবার ব্যপারেও তারা কাজ করছে। ২২ বছর বয়সী সিলভা গত গ্রীষ্মে পোর্তো থেকে মিলানে পাড়ি জমিয়েছিলেন। পোর্তোতে ৫৮ ম্যাচে ২৪ গোল করেছেন। কিন্ত সিরি-আ লিগে সেই ফর্ম ধরে রাখতে পারেননি। মিলানের হয়ে ৪০ ম্যাচে করেছিলেন মাত্র ১০ গোল। ২০১৬ সালে পর্তুগালের জাতীয় দলে তার অভিষেক হয়। এ পর্যন্ত জাতীয় দলের জার্সি গায়ে ২৬ ম্যাচে করেছেন ১২ গোল।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে