ডিএনসিসি মেয়র পদে উপ-নির্বাচনের স্থগিতাদেশ মেয়াদ বাড়ল ছয় মাস

ডেস্ক রিপোর্ট

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন ও ঢাকার দুই সিটি কর্পোরেশনের নতুন ৩৬টি সাধারণ ওয়ার্ডে নির্বাচনের ওপর স্থগিতাদেশের মেয়াদ ছয় মাসের জন্য বাড়ানো হয়েছে।

রোববার রাতে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন রিট আবেদনকারীদের একজন আইনজীবী ব্যারিস্টার আহসান হাবিব ভূইয়া।

হাইকোর্টের এ আদেশ স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে গত ১ ফেব্রুয়ারি আপিল বিভাগে আবেদন করা হয়।

গত ৪ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি এক আদেশে আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।

আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে ২৫ ফেব্রুয়ারি শুনানি শেষে রুলটি হাইকোর্টের বেঞ্চে নিষ্পত্তির নির্দেশ দেন।

ব্যারিস্টার আহসান হাবিব ভূইয়া বলেন, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের নেতৃত্বাধীন বেঞ্চে এ বিষয়ে জারি করা রুলের ওপর শুনানি চলছে। চলতি বছরের ১৭ জানুয়ারি নির্বাচনের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন হাইকোর্ট। গত মাসে স্থগিতাদেশের মেয়াদ আরও ছয় মাস বাড়ানো হয়েছে।

তিনটি রিট আবেদনে হাইকোর্টের আলাদা দুটি বেঞ্চ গত ১৭ জানুয়ারি মেয়র পদে উপ-নির্বাচন ও নতুন ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচনের ওপর স্থগিতাদেশ দেন।

সে অনুসারে এ বেঞ্চে রুলের শুনানির জন্য রিট আবেদনগুলো কার্যতালিকায় আসে। উল্লেখ্য

গতবছর ৩০ নভেম্বর ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক মারা যাওয়ায় মেয়র পদ শূন্য হয়। এ কারণে এ পদে উপ-নির্বাচনের জন্য ইসি তফসিল ঘোষণা করে।

একইসঙ্গে দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন ২৬ ফেব্রুয়ারি হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশের কারণে সব কার্যক্রম বন্ধ রয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে