এন্ডারসনের অনন্য রেকর্ড

ক্রীড়া ডেস্ক

প্রথম পেস বোলার হিসেবে লর্ডসে একশ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন ইংল্যান্ডের জেমস এন্ডারসন। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের চতুর্ত দিনে ভারতীয় ওপেনার মুরালি বিজয়কে শূন্য রানে আউট করে অনন্য এই মাইল ফলক স্পর্শ করেন তিনি। ম্যাচে দ্বিতীয়বারের মত বিনা রানে বিদায় নিয়েছেন বিজয়।

লর্ডসে এতদিন পর্যন্ত টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ একশ’ উইকেট শিকারের রেকর্ডটি এককভাবে দখলে রেখেছিলেন সাবেক শ্রীলংকান স্পিনার মুত্তিয়া মুরলিধরন। তিনিও ওই ভেন্যুতে ১০০টি টেস্ট উইকেট সংগ্রহ করেছেন। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৮০০ উইকেটের মালিকও মুরলিধরন।

universel cardiac hospital

ম্যাচে প্রথম ইনিংসে ২৮৯ রানে পিছিয়ে থাকা ভারত মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে দুই উইকেট হারিয়ে ১৭ রান সংগ্রহ করেছে। এর আগে ৭ উইকেটে ৩৯৬ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেন ইংল্যান্ড অধিনায়ক জো রুট। জবাবে ব্যাটিংয়ে নেমে ফের বিপর্যায়ে পড়েন সফরকারী ভারত। ইনিংসের দ্বিতীয় ওভারে এন্ডারসনের একটি ফুল লেন্থের ডেলিভারি সামনে পুশ করতে গিয়ে কট বিহাইন্ডের শিকার হন ওপেনার বিজয়। ব্যাটের কানায় লেগে বলটি সরাসরি আশ্রয় নেয় উইকেট রক্ষক জনি বেয়ারস্টোর হাতে। আর এতে লর্ডসে একশ’ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করলেন এন্ডারসন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে