ঈদুল আজহায় ১১ দিনের ছুটি!

ডেস্ক রিপোর্ট

আগামী ২২ আগস্ট পালিত হবে পবিত্র ঈদুল আজহা। ঈদকে কেন্দ্র করে ১১ দিনের ছুটির ফাঁদে দেশ। ঈদে নির্ধারিত সরকারি ছুটি ২১, ২২ ও ২৩ আগস্ট, মোট তিন তিনদিন। তবে এর আগে-পিছে বেশ কয়েকদিন সরকারি ছুটি থাকায় টানা ১১ দিন থাকবে ঈদের ছুটির আমেজ।

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সরকারি ছুটি। তারপর একদিন কর্মদিবস বৃহস্পতিবার। এরপর শুক্র-শনি সরকারি ছুটি।  দুদিন সাপ্তাহিক ছুটির পর রবি ও সোমবার আরও দুদিন অফিস খোলা রয়েছে। মাঝখানে কর্মদিবসগুলোতে অনেকেই ছুটি নিয়ে রেখেছেন।

universel cardiac hospital

এরপর ২১ আগস্ট থেকে শুরু হবে ঈদ-উল-আজহার ছুটি। ধর্মীয় এই উৎসবের কারণে ২৩ আগস্ট পর্যন্ত বন্ধ থাকবে অফিস আদালত। ঈদের ছুটির সঙ্গে যোগ হয়েছে আর দু’দিনের সাপ্তাহিক ছুটি। এই সাপ্তাহিক ছুটি শেষে আগামী ২৬ আগস্ট রোববার শেষে পুনরায় অফিস আদালত শুরু হবে।

ফলে ঈদে আগে পরে টানা ১১ দিন ছুটির আমেজ থাকবে সরকারি চাকরিজীবীদের মধ্যে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে