পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর ইমরান খান তার প্রথম বিদেশ সফরে ইরান যাচ্ছেন।
পাকিস্তানের একাধিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসলামাবাদ থেকে প্রকাশিত দৈনিক নাওয়ায়ি ওয়াক্ত এ খবর জানিয়েছে।
সংবাদপত্রটির প্রতিবেদনে বলা হয়, গত ২৫ জুলাই অনুষ্ঠিত নির্বাচনে বিজয়ী তেহরিকে ইনসাফ পার্টি (পিটিআই) প্রধান ইমরান খান প্রথম বিদেশ সফরে ইরান আসছেন।
আগামী ১৮ আগস্ট পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খানের শপথগ্রহণ করার কথা রয়েছে। শপথগ্রহণের কিছু দিনের মধ্যে তার বিদেশ সফর শুরু হবে। ইরানের পর তিনি সৌদি আরব সফরে যাবেন।
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মাহদি হোনারদুস্ত গত ৪ আগস্ট ইসলামাবাদে পিটিআই নেতা ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতে ইমরান খানকে ইরান সফরের জন্য প্রেসিডেন্ট হাসান রুহানির একটি আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়।