ঈদে আসছে ২৩ ব্যান্ডের গান

বিনোদন ডেস্ক

এবার ঈদে দেশ টিভিতে থাকছে ২৩ ব্যান্ডের গান। অনুষ্ঠানটির নাম ‘লিজেন্ডস অব রক’। ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের সৌজন্যে ২২ থেকে ২৮ আগস্ট প্রতিদিন রাত পৌনে নয়টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।

বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) এই আয়োজনে অংশ নিচ্ছে আর্বোভাইরাস, ব্ল্যাক, ব্যান্ড লালন, বেদুইন, ক্রিপটিক ফেইট, দলছুট, ফিডব্যাক, মাইলস, মাকসুদ ও ঢাকা, মেকানিকস, নেমেসিস, নাগরিক, অ্যাভয়েড রাফা, আর্টসেল, অবসকিওর, পাওয়ার সার্জ, পেন্টাগন, শিরোনামহীন, সোলস, দ্য ট্র্যাপ, ভাইকিংস, ওয়ারফেজ ও দৃক। অনুষ্ঠানটির রেডিও পার্টনার এবিসি রেডিও এফএম ৮৯.২।

universel cardiac hospital

এই আয়োজন প্রসঙ্গে গণমাধ্যমকে বামবার প্রেসিডেন্ট হামিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের ব্যান্ডসংগীতের ধারাকে বিকশিত ও অগ্রসর করার লক্ষ্যে বামবা কাজ করছে। সাধারণত ব্যান্ডসংগীত স্টেজে লাইভ পারফর্ম করা হয়। প্রচলিত এই ধারার বাইরে গিয়ে টিভিতে নতুন আঙ্গিকে পারফর্ম করার ইচ্ছা ছিল আমাদের। ‘লিজেন্ডস অব রক’ অনুষ্ঠানে আমরা সেই সুযোগ পেয়েছি, যা ভবিষ্যতে আমাদের ব্যান্ডসংগীতকে দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরবে।’

দেশ টিভির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আরিফ হাসান বলেন, ‘এই মেগা ইভেন্ট বাংলাদেশের তরুণ প্রজন্ম আর অন্যান্য বয়সের শ্রোতাদের মধ্যে সমকালীন রক ও পপসংগীতকে আরও জনপ্রিয় করবে। আমরা ‘লিজেন্ডস অব রক’ আয়োজনে ভিন্ন মাত্রার সংগীত উপস্থাপনের চেষ্টা করছি।’

বাংলালিংকের চিফ সেলস অফিসার রিতেশ কুমার সিং বলেন, ‘আশা করছি, এই আয়োজনে দেশের সমৃদ্ধ ব্যান্ডসংগীতকে নতুনভাবে উপস্থাপন করা হবে। জনপ্রিয় রকস্টারদের পারফরমেন্স সংগীতপ্রেমীদের ঈদ উদ্‌যাপনে নতুন মাত্রা যোগ করবে।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে