ফিলিপাইনে পুলিশের গুলিতে ৭ সন্দেহভাজন বিদ্রোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের মধ্যাঞ্চলে বুধবার পুলিশের সঙ্গে সংঘর্ষে সাত সন্দেহভাজন বামপন্থী বিদ্রোহী নিহত হয়েছে। দেশটির পুলিশ একথা জানিয়েছে।
খবর সিনহুয়া’র।
পুলিশ জানায়, বুধবার রাতে এন্টিক প্রদেশের সানজোস শহরের একটি গ্রামে উভয় পক্ষের মধ্যে এ সংঘর্ষ ঘটে। নিউ পিপল’স আর্মি (এনপিএ)’র বিদ্রোহীরা পুলিশের একটি দলকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে উভয়পক্ষে মধ্যে সংঘর্ষ বেধে যায়।
একটি খুনের মামলায় জড়িত দুই সন্দেহভাজন আসামীকে গ্রেফতার করতে পুলিশ এই অভিযান চালায়।
পুলিশ জানায়, এক ঘন্টা ধওে উভয়পক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। এতে সাত বিদ্রোহী নিহত হয়।
এই ঘটনায় কোন পুলিশের কোন ক্ষয়ক্ষতি হয়নি।
দেশটিতে বামপন্থীরা দীর্ঘদিন ধরে সহিংস তৎপরতা চালিয়ে আসছে। এশিয়ার দেশটিতে দীর্ঘদিন ধরে এ বিদ্রোহ চলে আসছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট রডরিগো দুতার্তেও প্রশাসন বামপন্থী বিদ্রোহীদের সঙ্গে শান্তি আলোচনার উদ্যেগ বাতিল করেছেন

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে