ইউল্যাবে জাতীয় শোক দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) শোক সভার আয়োজন করে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. রফিকুল ইসলাম।

তিনি বলেন, “বঙ্গবন্ধুর কীর্তি স্বাধীন বাংলাদেশ। আমাদের কর্তব্য এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্তকে রক্ষা করা এবং এদেশকে সত্যিকারের একটি স্বাধীন দেশে পরিণত করা তাহলেই বঙ্গবন্ধুর প্রতি সবচেয়ে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হবে।” এ সময় বঙ্গবন্ধুর জীবনীর উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ইউল্যাবের উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক স্বাগত বক্তব্য দেন।

শোকসভায় আরও উপস্থিত ছিলেন ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান, ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য্য, ইউল্যাব রেজিস্ট্রার অধ্যাপক আখতার আহমেদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা বৃন্দ।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে