এজবাস্টন টেস্টে হারলেও প্রতিদ্বন্দ্বিতা গড়েছিল ভারত। কিন্তু লর্ডস টেস্টে যে কোহলিদের যাচ্ছেতাই অবস্থা! প্রতিরোধ তো দূরের কথা ভরাডুবি হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে হেরে ৫ ম্যাচ টেস্ট সিরিজে ২-০ তে পিছিয়ে পড়েছে সফরকারীরা।
এমন হারে নড়েচড়ে বসেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের কর্তা ব্যক্তিরা। তাদের ক্রিকেট অ্যাডভাইসারি কমিটিকে আরও ঢেলে সাজানো হচ্ছে। শুনা যাচ্ছে যাদের হাতে দায়িত্ব অর্পণ করা হবে তাদের বেতন দেওয়া হবে। শচিন টেন্ডুলোর, সৌরভ গঙ্গোপাধ্যায় এবং ভিভিএস লক্ষ্মণ- তিন ক্রিকেটারদের আর হয়তো দেখা যাবে না উপদেষ্টা কমিটিতে।
ভারতীয় গণমাধ্যমে বলা হচ্ছে, অ্যাডভাইসারি কমিটিই তুলে দিতে পারে বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায় সিএবি’র সভাপতি। আবার ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেন তিনি। অপরদিকে ভিভিএস লক্ষ্মণ আবার বিভিন্ন পত্র পত্রিকায় বিশেষজ্ঞের কলাম লেখেন। আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদ-এর মেন্টরও তিনি।
শচিন ক্ষেত্রে এমন কোনও সমস্যা নেই। তবে শচিন পুত্র অর্জুন অনূর্ধ্ব-১৯ স্কোয়াডের সদস্য। নিয়ম আছে, কোচ অথবা নির্বাচকের কোনও আত্মীয় জাতীয় দলে ঢোকার লড়াইয়ে থাকলে তাকে সেই দায়িত্ব ছাড়তে হয়।