পাকিস্তানের বর্তমান প্রেসিডেন্ট মামনুন হুসেনের মেয়াদ শেষ হচ্ছে আগামী মাসে। দেশটির পরিবর্তী প্রেসিডেন্ট নির্বাচন করতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৪ সেপ্টেম্বর। বৃহস্পতিবার এই নির্বাচনের ঘোষণা দেয় পাকিস্তান নির্বাচন কমিশন।
দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে পার্লামেন্টের সদস্য এবং চারটি প্রাদেশিক অ্যাসেম্বলির সদস্যরা ভোট দেন।
২৭ আগস্টের মধ্যে মনোনয়ন জমা দিতে হবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৩০ আগস্ট। ২০১৩ সালে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর প্রার্থী মামনুন হুসেন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
এবারের প্রেসিডেন্ট নির্বাচন আরও বেশি কঠিন হবে বলে ধারণা পাক রাজনৈতিক বিশেষজ্ঞদের। কারণ, একদিকে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং অন্যদিকে শক্তিশালী বিরোধী জোটের প্রার্থীর মধ্যে কঠিন লড়াই হবে।