উত্তর কোরিয়া যাবেন চীনা প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আগামী মাসে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। উত্তর কোরিয়ার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উনের আমন্ত্রণে তিনি সেখানে যাচ্ছেন বলে জানিয়েছে সিঙ্গাপুরের সংবাদমাধ্যম স্ট্রেটস টাইমস।

২০১২ সালে শি জিনপিং ক্ষমতা গ্রহণের পর এটা প্রথম তার প্রথম উত্তর কোরিয়া সফর। এর আগে র্বশেষ ২০০৫ সালে চীনা প্রেসিডেন্ট হু জিনতাও উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন। সেই সুবাদে গত ১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো কোনো চীনা প্রেসিডেন্ট ঘনিষ্ঠ মিত্র দেশটিতে সফরে যাচ্ছেন।

universel cardiac hospital

শি জিনপিংয়ের এই সফরের বিষয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো মন্তব্য করেনি। এছাড়া স্টেটস টাইমসও কোনো সূত্রের বরাত দেয়নি। তবে পত্রিকাটি জানিয়েছে, আগামী ৯ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে। শি জিনপিংয়ের সফরের বিষয়টি শেষ মুহুর্তেও পরিবর্তিত হতে পারে।

উত্তর কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবসায়ীক অংশীদার চীন। চলতি বছর উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ইতিমধ্যে তিনবার চীন সফর করেছেন। দুই দেশের সম্পর্কের উন্নয়নে জিনপিংয়ের সঙ্গে এ সফরে একাধিক বৈঠকও করেছেন কিম জং উন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে