নেত্রকোনার কলমাকান্দার পোগলা ইউনিয়নের গুতুরা গ্রামে পারিবারিক কলহের জেরে পুলিশের কনস্টেবল বউ মুন্নী আক্তার (১৯) ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার দুপুরে বাবার বাড়ির পিছনে বাঁশঝাড়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যার চেষ্টা চালায় মুন্নী। বাড়ির লোকজন বিষয়টি টের পেয়ে তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ওই দিন সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং শুক্রবার সকালে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে থানা পুলিশ ।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার গুতুরা গ্রামের রুস্তম আলীর মেয়ে কলমাকান্দা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী মুন্নী আক্তারের সাথে ব্রাহ্মনবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বাংগড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে মনিরুজ্জামান মোবাইল ফোনে কথা ও প্রেম হয়। এক পর্যায়ে প্রায় ৫ মাস আগে নেত্রকোনা আদালতে তাদের বিয়ে হয়। বিয়ের পর মুন্নী আক্তার তার পরিবারকে জানায়। এদিকে পুলিশের কনস্টেবল মো. মনিরুজ্জামান রাঙ্গামাটিতে ভাড়া বাসায় স্ত্রীকে নিয়ে দাম্পত্য জীবন শুরু করে।
কলমাকান্দা ওসি একেএম মিজানুর রহমান জানান, মৃতের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বামী স্ত্রীর মধ্যে ছাড়াছাড়ির কথা শুনে মেয়েটি আত্মহত্যা করেছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।