ক্রিকেটকে বিদায় জানালেন জনসন

ক্রীড়া ডেস্ক

সব ধরনের ক্রিকেটকে বিদায় বললেন অস্ট্রেলিয়ার সাবেক বাঁ-হাতি পেসার মিচেল জনসন। ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর, বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগে খেলে যাচ্ছিলেন তিনি। তবে এবার সব ধরনের ক্রিকেট থেকে সড়ে যাবার ঘোষণা দিলেন জনসন।

অস্ট্রেলিয়ার স্থানীয় পত্রিকা ‘পার্থ’ নাউ-এর এক কলামে নিজের বিদায় নিয়ে জনসন লিখেছেন, ‘শেষ হয়ে গেল। আমি আমার শেষ বলটা করে ফেলেছি। শেষ উইকেটটিও নিয়ে ফেলেছি। আজ আমি সব ধরণের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি। আশা করেছিলাম, আগামী বছরের মাঝামাঝি পর্যন্ত বিশ্বজুড়ে বিভিন্ন টি-২০ লিগে খেলবো। কিন্তু শরীরটা ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে না। তাই অবসরের সিদ্বান্ত নিয়ে নিলাম।’

universel cardiac hospital

জনসন জানিয়েছেন, আইপিএল চলাকালীন পিঠের সমস্যায় পড়েন তিনি। তাই ঐ আসরে নিজের সেরাটা দিতে পারেননি জনসন। গেল আসরে কলকাতা নাইট রাইডার্স ২ কোটি রুপিতে কিনেছিলো জনসনকে। কিন্তু বল হাতে পুরোপুরি ব্যর্থই ছিলেন তিনি। ছয় ম্যাচে ২১৬ রান খরচায় মাত্র ২টি উইকেট শিকার করতে পারেন জনসন। ইনজুরির জন্যই নিজের সেরাটা দিতে পারেনি জনসন তা অকপটে স্বীকার করলেন তিনি, ‘আমি যদি শতভাগ খেলতে না পারি, তবে নিজের সেরাটা দিতে পারি না। দলের জন্য নিজের সেরা পারফরমেন্স দেয়ার জন্য আমি সর্বাত্মক চেষ্টা করেছি। ক্রিকেট ছেড়ে এখন নতুন জীবনের দিকে মনোযোগী হবো।’

গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ বিগব্যাশ লিগ খেলেই বিদায় বলেন জনসন। চলতি বছর পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলার কথা ছিলো তার। কিন্তু পরবর্তীতে ঐ টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন জনসন।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে