ক্ষমতাসীন দলের চেয়ারম্যান র্নিবাচিত হলেন এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান তার দল ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান পুনর্নিবাচিত হয়েছেন। আঙ্কারায় পার্টির ষষ্ঠ কংগ্রেসে ভোটে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। আনাদুলু বার্তা সংস্থার বরাত দিয়ে এএফপি এ খবর জানায়।

পার্টির ১ হাজার ৩ শ’ ৮০ জন প্রতিনিধি সর্বসম্মতিক্রমে একমাত্র প্রার্থী এরদোগানকে পার্টির চেয়ারম্যান পদে ভোট দেয়। এরদোগান ও আরো তিন সমর্থকের উদ্যোগে ২০০১ সালে জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিষ্ঠা করা হয়। ক্ষমতাসীন প্রেসিডেন্ট পার্টির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ছিলেন আহমেদ দাভুতোগ্লু ও বানিলি ইলিডিরিম। কারণ, তুরস্কের সে সময়ের আইন অনুযায়ী কোন পার্টির চেয়ারম্যান দেশের প্রেসিডেন্ট হতে পারতেন না।

২০১৭ সালের এপ্রিলে গণভোটে সংবিধান সংশোধনীর পর পার্টির চেয়ারম্যানের দেশের প্রেসিডেন্ট হওয়ার পথে আর কোন বাধা রইল না।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে