চিত্রনায়ক সাত্তার আর নেই

 বিনোদন ডেস্ক

শিল্পী সমিতির আজীবন সদস্য ও চিত্রনায়ক আব্দুস সাত্তার মারা গেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল শনিবার দিবাগত রাত ২টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেতা। আব্দুস সাত্তারের মৃত্যু খবর জানিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন, ‘আমরা ভালো একজন অভিনয়শিল্পীকে হারালাম।

আজ দুপুর ২টায় বিএফডিসিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।’ ২০১২ সালে প্রথম স্ট্রোক করেন সাত্তার। এতে তার শরীরের ডান পাশ অবশ হয়ে যায়। ডান চোখও প্রায় নষ্ট হয়ে গিয়েছিল। ডায়াবেটিসও ধরা পড়ে তার শরীরে। অর্থের অভাবে যথাযথ চিকিৎ করাতে পারছিলেন না তিনি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য অর্থ সহায়তা দেন।

universel cardiac hospital

ইবনে মিজানের ‘আমির সওদাগর ভেলুয়া সুন্দরী’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন আব্দুস সাত্তার। ১৯৮৪ সালে আলমগীর পিকচার্সের ব্যানারে ‘রঙিন রূপবাণ’ সিনেমায় প্রথম প্রধান চরিত্রে অভিনয় করেন তিনি। পরবর্তীতে ‘মধুমালা মদন কুমার’, ‘সাত ভাই চম্পা’ সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অভিনয় করেছেন অসংখ্য টেলিভিশন নাটকেও।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে