৭ বছর পর দাবায় চ্যাম্পিয়ন রানী হামিদ

ক্রীড়া ডেস্ক

গত ৭ বছর ধরে বাংলাদেশের মহিলা দাবার রানি রানী হামিদ জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের শিরোপা মুকুটটা নিজের মাথায় তুলতেই পারছিলেন না। অবশেষে দীর্ঘ ৭ বছরের অপেক্ষা ফুরোল তার। গতকাল শনিবার শেষ রাউন্ডে মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাকে হারিয়ে ৩৮তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হলেন রানী হামিদ। জাতীয় মহিলা দাবায় এটা তার ১৯তম শিরোপা।

সর্বশেষ এই শিরোপাটা তিনি জিতেছিলেন ২০১১ সালে। এর পর থেকে অপেক্ষার প্রহরটা শুধু দীর্ঘই হচ্ছিল। এবারের আসরে ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়েছেন তিনি। মানে ৯ ম্যাচের ৮টিতেই জিতেছেন। হেরেছেন শুধু প্রতিভা তালুকদারের কাছে। ৭ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়েছেন মহিলা ফিদে মাস্টার নজরানা খান ইভা।

universel cardiac hospital

টুর্নামেন্টে সমান সাড়ে ৬ পয়েন্ট করে অর্জন করেছেন মোট ৩ জনে। তবে টাইব্রেকিং পদ্ধতিতে তাদের মধ্য থেকে তৃতীয় হয়েছেন নরসিংদীর নোশিন আনজুম, চতুর্থ জান্নাতুল ফেরদৌস এবং পঞ্চম হয়েছেন ঢাকা বিভাগের কাজী জারিন তাসনিম।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে