প্রথম ইনিংসে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন। কিন্তু দ্বিতীয় ইনিংসে টেস্ট ক্যারিয়ারে ২৩তম সেঞ্চুরিটা তুলে নিলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি৷ আউট হয়েছেন ১০৩ রানে। বিরাটের ব্যাটে ভর করে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের তৃতীয় টেস্টে জয়ের সুবাস পাচ্ছে ভারত৷
এজবাস্টনের পর ট্রেন্ট ব্রিজে তিন অংকের রানে পৌঁছলেন বিরাট কোহলি৷ সিরিজের প্রথম টেস্টে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরির পর লর্ডসে দ্বিতীয় টেস্টে ব্যর্থ হলেও ট্রেন্ট ব্রিজে ফের স্বমহিমায় ভারত অধিনায়ক৷ প্রথম ইনিংসে ব্যক্তিগত ৯৭ রানে প্যাভিলিয়নে ফিরেছিলেন৷ কিন্তু দ্বিতীয় ইনিংসে সেই পথে পা বাড়াননি বিরাট৷
ইংল্যান্ডের মাটিতে আরেক নজির গড়েছেন অধিনায়ক বিরাট কোহলি৷ অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বাধিক রান করে টপকে গিয়েছেন সৌরভ গাঙ্গুলি ও আজহারউদ্দিনকে৷
এদিকে প্রথম ইনিংসে ১৬৮ রানে এগিয়ে থাকার সুবিধা নিয়ে তৃতীয় টেস্টে পুরোপুরি চালকের আসনে ভারত।এ রিপোর্ট লেখার সময় দ্বিতীয় ইনিংসে ভারতের রান ৫ উইকেটে ২৮২। তখন ভারত এগিয়ে ছিল ৪৫০ রানে।
প্রথম ইনিংসে ভারত করেছিল ৩২৯। জবাবে মাত্র ১৬১ রানে অলআউট হয়েছিল স্বাগতিক ইংল্যান্ড। সোমবার ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিন।