একুশ শতকে যে রেকর্ড শুধু মেসির

ক্রীড়া ডেস্ক

সময়ের সঙ্গে সঙ্গে আরো পরিনত হচ্ছেন বার্সেলোনার অধিনায়ক লিওনেল মেসি। লা লিগার ম্যাচে শনিবার রাতে দেপোর্তিভো আলাভাসের বিপক্ষে তার জোড়া গোলে ৩-০ জয় পেয়েছে বার্সেলোনা।

এই ম্যাচে গোল করে এক নতুন রেকর্ড করলেন এই ফরোয়ার্ড। একশ শতকে প্রথম ফুটবলার হিসেবে টানা ১৫ মৌসুমে গোল করার ইতিহাস গড়লেন পাঁচ বারের বিশ্বসেরা এই ফুটবলার।

universel cardiac hospital

ক্যারিয়ারের আরো একটি নতুন মৌসুম যোগ হলো এই বার্সা তারকা মেসির। আর মৌসুমের শুরুতেই গোলও করলেন আর দায়িত্ব নিয়ে টানা তিন ম্যাচেই জেতালেন নিজের দলকে। তাছাড়া লা লিগায় বার্সেলোনার হয়ে ৬০০০তম গোলটিও করলেন মেসি।

এদিন ম্যাচের ৬৪তম মিনিটে লিওনেল মেসি গোল করে বার্সেলোনাকে ১-০ গোলে এগিয়ে দেন। যেটা ছিল লা লিগায় বার্সেলোনার ৬০০০তম গোল। আর শেষের দিকে কাতালান ক্লাবটির হয়ে ৬০০২ নম্বর গোলটি করে মাঠ ছাড়েন এই আর্জেন্টাইন অধিনায়ক। ৬০০২টি গোলের মধ্যে ৩৮৫টি গোল আসে মেসির পা থেকে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে