জাতীয় ঈদগাহে জায়নামাজ ছাড়া অন্য কিছু নয় : পুলিশ

ডেস্ক রিপোর্ট

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাতে জায়নামাজ ছাড়া অন্য কিছু না আনার পরামর্শ দিয়েছে পুলিশ। তবে বৃষ্টি হলে মুসল্লিরা ছাতা সঙ্গে আনতে পারবেন।

রোববার বিকেলে জাতীয় ঈদগাহের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান পুলিশের মহাপরিদর্শক ড. জাবেদ পাটোয়ারী।

তিনি বলেন, ঈদগাহের বাইরে ও ভেতরে ৩-৪ স্তরের নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া, ঈদগাহের বাইরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিএমপির সদস্য এবং অন্যান্য গোয়েন্দা সদস্যরা সাদা পোশাকে দায়িত্ব পালন করবেন। মুসল্লিদের নিরাপত্তায় ঈদগাহের চারপাশে ৮৫টি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এবারই প্রথম ত্রিপলের ওপরেও বেশ কয়েকটি সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণের জন্য রয়েছে কন্ট্রোল রুম।

রাষ্ট্রপতিসহ ঈদগাহে আসা ভিআইপিদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এবারের ঈদুল আজহাকে কেন্দ্র করে কোনো ধরনের নিরাপত্তা হুমকি আছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই। তবে সব ধরনের ঝুঁকির বিষয় মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে