কারাগারে খালেদা জিয়ার সঙ্গে স্বজনদের সাক্ষাৎ

ডেস্ক রিপোর্ট

পবিত্র ঈদুল আজহা তথা কুরবানির ঈদের দিন বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন তার ছয় স্বজন।
তবে অন্যান্য স্বজন ও গুলশানের বাসা ‘ফিরোজা’র কর্মীসহ ১৪ জন খালেদা জিয়ার সাথে দেখা করার অনুমতি না পেয়ে কারা ফটক থেকে ফিরে যান।
সাক্ষাতের অনুমতি পাওয়া ছয়জন হলেন- খালেদা জিয়ার সেজো বোন সেলিনা ইসলাম ও তার স্বামী অধ্যাপক রফিকুল ইসলাম, ছোট ভাই প্রয়াত সাঈদ এস্কান্দারের স্ত্রী নাসরিন এস্কান্দার, তারেক রহমানের স্ত্রীর বড় বোন শাহিনা জামান বিন্দু, প্রয়াত আরাফাত রহমানের স্ত্রী শর্মিলা রহমান ও তার ছোট মেয়ে জাহিয়া রহমান।
বুধবার দুপুর ২টা ২৫ মিনিটের দিকে চারটি গাড়িতে করে খালেদা জিয়ার স্বজন ও বাসায় কর্মীরা কারা ফটকের সামনে আসেন।
এসময় কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ছয়জনের ভেতরে যাওয়ার অনুমতি আছে। সবাই যেতে পারবেন না।
এদিকে, কারাগারে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য ও ভাইস চেয়ারম্যানসহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী দুপুর ১২টার দিকে কারাগারে নেত্রীর সঙ্গে দেখা করার উদ্দেশে যান।
কিন্তু পথে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারা ফটক থেকে প্রায় আধা কিলোমিটার দূরে বিএনপি নেতাদের আটকে দেন।
সেখানে বাধা পাওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘অনুমতি থাকার পরও আমরা চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে পারিনি, এটা দুর্ভাগ্যজনক।’
তিনি বলেন, ‘নিয়ম অনুযায়ী ঈদের দিন আগ্রহীরা কারাবন্দিদের সাথে সাক্ষাৎ করতে পারেন। পুলিশ আমাদের প্রিয় নেত্রীর সঙ্গে দেখা করতে দেয়নি। এটা খুবই দুঃখজনক।’

universel cardiac hospital

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে