খালেদা জিয়া ও তারেককে নিয়ে উদ্ভট কথা বলে যাচ্ছেন প্রধানমন্ত্রী: রিজভী

ডেস্ক রিপোর্ট

নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার পুত্র তারেক রহমানকে নিয়ে উদ্ভট কথা বলছেন বলে অভিযোগ করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

আইন ও বিচার বিভাগকে সরকার হাতের মুঠোয় রেখেছে দাবি করে রিজভী বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানকে অপদস্ত করার চেষ্টা চলছে। নিজেদের ব্যর্থতা ঢাকতে প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িয়ে নানা বিষয়ে উদ্ভট কথা বলে যাচ্ছেন।’

ঈদের দিন বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দলের সিনিয়র নেতাদের দেখা করতে দেওয়া হয়নি উল্লেখ করে রিজভী বলেন, ‘এমনকি বাসা থেকে রান্না করে আনা খাবার ‍নিয়ে তার স্বজনদের কারাগারে ঢুকতে দেওয়া হয়নি। সকাল থেকে না খেয়ে খালেদা জিয়া অপেক্ষা করছিলেন স্বজনদের সঙ্গে নিয়ে একসঙ্গে খাবেন।’

‘কিন্তু কারা কর্তৃপক্ষ সরকারকে খুশি করতেই খাবার ভেতরে নিয়ে যেতে দেয়নি। খালেদা জিয়া তার নাতনি ও আত্মীয়দের সঙ্গে খাবার খেতে পারলেন না।’

সরকার একতরফা নির্বাচনের দিকেই যাচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, কিন্তু বিএনপি তা হতে দেবে না। আগামীতে সরকারকে শূন্যমাঠে খেলতে দেওয়া হবে না। সরকার ভোটারদের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন হবে এমনটা এখন আর কেউই ভাবেন না।’

রিজভী আরও বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একতরফা নির্বাচনের স্বপ্ন পূরণ হবে না। নিরপেক্ষ সরকারের অধীনে চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়েই নির্বাচনে যাবে বিএনপি।’

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে