ইসরায়েলের প্রশংসায় সৌদি ধর্মমন্ত্রী!

আন্তর্জাতিক ডেস্ক

ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের শাসক গোষ্ঠীর গোপন সম্পর্কের খবর বেশ পুরোনো হলেও তাদের দহরম মহরমের খবর দীর্ঘদিন অনেকটাই পর্দার আড়ালে ছিল। সম্প্রতি দেশ দুটির সম্পর্ক প্রকাশ্য ও স্বাভাবিক হয়ে ওঠছে, যা দুই বছর আগেও কল্পনা করা যেত না।

universel cardiac hospital

সর্বশেষ বুধবার সৌদি আরবের ধর্মমন্ত্রী শেখ আব্দুল লতিফ বিন আব্দুল আজিজ আল শেখ মিডিয়ার সামনেই ইসরায়েল সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন।

গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আব্দুল লতিফ বলেন, ‘আমরা যতটুকু জানি ইসরায়েল কোনো হাজিকে সৌদিতে আসতে বাধা দেয়নি। অথচ অন্য একটি দেশ হজযাত্রীদের আসতে বাধা দিয়েছে বলে শুনেছি।’

সৌদি ধর্মমন্ত্রী ‘অন্য একটি দেশ’ বলতে কাকে বুঝিয়েছেন সেটি স্পষ্ট করেনি। তবে এবারের হজ মওসুম শুরুর আগে সৌদির প্রতিবেশি দেশ কাতারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল সৌদি কর্তৃপক্ষ তাদের হজযাত্রীদের ঢুকতে বাধা দিচ্ছে।

প্রসঙ্গত, ইরান ও মুসলিম ব্রাদারহুড নামের একটি সংগঠনের সঙ্গে ঘনিষ্ঠতার অভিযোগ তুলে কাতারের ওপর সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সরকার এক বছর ধরে অবরোধ আরোপ করে রেখেছে।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে