পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ৬ দিন বন্ধের পর কাল সোমবার থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে। তবে বন্দরে আমদানি-রফতানি কার্যক্রম ৬ দিন বন্ধ থাকলেও বন্দর দিয়ে দু’দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।
আখাউড়া স্থল বন্দরের সি. এন্ড. এফ. অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূইয়া জানান, ঈদুল আযহা উপলক্ষে ২১ থেকে ২৬ আগস্ট পর্যন্ত এ বন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল সোমবার ২৭ আগস্ট থেকে আবারও আমদানি-রফতানি শুরু হবে। এতে করে বন্দরটি পুনরায় প্রাণচাঞ্চল্যতা ফিরে পাবে।