হকিতে থাইল্যান্ডকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

এশিয়ান গেমসের হকিতে গ্রুপপর্বে বাংলাদেশ নিজেদের চতুর্থ ম্যাচে থাইল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে । এই জয়ে বাংলাদেশের সেমিফাইনালে ওঠার আশা টিকে রইল।

রোববার জাকার্তায় বাংলাদেশের জয়ের নায়ক আশরাফুল ইসলাম। দুটি পেনাল্টি কর্নার পেয়ে দুটিতেই গোল করেছেন আশরাফুল।

universel cardiac hospital

তৃতীয় কোয়ার্টারে (৩৫ মিনিট) পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আশরাফুল। একটু পর আরেকটি পেনাল্টি কর্নারে সেই আশরাফুলই ব্যবধান দ্বিগুণ করে ফেলেন।

চতুর্থ কোয়ার্টারের শুরুতে বোরিয়াক হারাপ্পনের গোলে ব্যবধান কমায় থাইল্যান্ড। তবে ৫৫ মিনিটে মিলন হোসেনের গোলে শেষ পর্যন্ত স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

চার ম্যাচে তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে আপাতত গ্রুপের তৃতীয় স্থানে আছে বাংলাদেশ।

আগামী মঙ্গলবার গ্রুপের শেষ ম্যাচে এশিয়ান গেমসে সোনাপ্রত্যাশী পাকিস্তানের বিপক্ষে খেলবেন আশরাফুলরা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে