কে হচ্ছেন ইমরান খানের আইএসআই-প্রধান?

আন্তর্জাতিক ডেস্ক

ইমরান খান প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই ‘নতুন পাকিস্তান’ গড়ার কথা বলছেন। সেই ইমরান খানের নতুন সরকারের সামনে আগামীর চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে কাকে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের প্রধান হিসেবে বেছে নেওয়া হবে।

ডনের খবরে বলা হয়েছে, গত শুক্রবার লে. জেনারেল নাদিম রাজাকে পাকিস্তানের চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) পদে নিয়োগ দেওয়া হয়। ইমরান খান সরকার গঠনের পরই এর মধ্য দিয়ে পাকিস্তানের সেনাবাহিনীতে রদবদল শুরু হলো। আগামী দিনে পাকিস্তানের সেনাবাহিনীতে এক-তৃতীয়াংশ শীর্ষ কমান্ডার পদে রদবদল হতে পারে। শুক্রবারের পরিবর্তন এবং আসন্ন রদবদলে ২২ জন লে. জেনারেল ‘ক্ষতিগ্রস্ত’ হবেন।

universel cardiac hospital

টেন করপোরেশন থেকে লে. জেনারেল নাদিম রাজাকে চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস), সিজিএস লে. জেনারেল বিলাল আকবরকে টেন করপোরেশনের কমান্ডার, লে. জেনারেল শাহেদ বেগ মির্জাকে আইজি; কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি পদে এবং আইজি পদ থেকে সরিয়ে লে. জেনারেল হুমায়ুন আজিজকে করাচি করপোরেশেন-প্রধান করা হয়েছে।

বর্তমান আইএসআইয়ের প্রধান লে. জেনারেল নাভেদ মুক্তার এবং ১১ করপোরেশনে (পেশোয়ার) কমান্ডার লে. জেনারেল নাজির বাট, আর্মি স্ট্র্যাটেজিক ফোর্স কমান্ডার লে. জেনারেল মিয়া মো. হেলাল হুসেইনসহ পাঁচজন তিন তারকা জেনারেল অবসরে যাচ্ছেন।

মেয়াদপূর্তির কারণে ৫ সপ্তাহের মধ্য এসব পদে পরিবর্তন আসছে। তাই ইমরান খানের সরকারের অন্যতম চ্যালেঞ্জ হবে আইএসআইয়ের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া।

আইএসআইয়ের প্রধানের নিয়োগ ইমরানের সরকারের জন্য প্রথম পরীক্ষা বলেও অনেকে মনে করছেন। জনগণ ও সামরিক বাহিনীর মধ্যকার দুর্বল সম্পর্ক জোরদার করার ক্ষেত্রে আইএসআইয়ের মহাপরিচালক ভূমিকা পালন করে থাকেন।

অতীতে শক্ত সরকার প্রধানেরা তাঁদের কাঙ্ক্ষিত ব্যক্তিকে আইএসআই-প্রধান নিয়োগে সমর্থ হয়েছেন। ইমরান খান প্রধান গোয়েন্দার পদে কাকে বেছে নেবেন, এখন তা-ই দেখার অপেক্ষা।

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে