প্রীতি ফুটবল ম্যাচে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশের হার

ক্রীড়া ডেস্ক

প্রীতি ফুটবল ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে গেল বাংলাদেশ। ম্যাচটি শ্রীলঙ্কা জিতেছে ১-০ ব্যবধানে। ম্যাচের একমাত্র গোলটি করেছেন মোহাম্মদ ফজল।

আগামী ৪-১৫ সেপ্টেম্বর বাংলাদেশে অনুষ্ঠিত হবে সাফ সুজুকি কাপ। টুর্নামেন্টে অংশ নিবে সাতটি দল। মূলত এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসাবেই আজ প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। দুইটি দলই সাফ সুজুকি কাপে অংশ নিবে।

নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে শুরুতেই এগিয়ে যায় শ্রীলঙ্কা। গোলটি করেন মোহাম্মদ ফজল। মাঝ মাঠ থেকে সরাসরি গোলে শট নেন তিনি। গোলরক্ষক শহীদুল আলম সোহেল চেষ্টা করেও বলটি ঠেকাতে পারেননি। এরপর ১২তম মিনিটে দারুণ সুযোগ পেয়েছিল বাংলাদেশ। কিন্তু অধিনায়ক মামুনুলের শটে বল চলে যায় গোলবারের উপর দিয়ে মাঠের বাইরে।

প্রথমার্ধের খেলা শেষে শ্রীলঙ্কা ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। দ্বিতীয়ার্ধে গোল করতে মরিয়া ছিল বাংলাদেশের খেলোয়াড়রা। ৭২তম মিনিটে ম্যাচে সমতা আনতে পারতো বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার গোলরক্ষক সেটি হতে দেননি।

 

শেয়ার করুন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে