আগামী মাসে রাশিয়া বেশ বড় ধরনের সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে। এ মহড়ায় প্রায় তিন লাখ সেনা অংশ নেবে।
এই সামরিক মহড়ার নাম দেওয়া হয়েছে ভস্টক-২০১৮। রাশিয়ার মধ্য ও পূর্বাঞ্চলের সামরিক অঞ্চলে অনুষ্ঠিত হবে মহড়া, চলবে আগামী ১১ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রায় চার দশকের মধ্যে এটি রাশিয়ার সবচেয়ে বড় সামরিক মহড়া, যাকে স্নায়ুযুদ্ধের পর দেশটির সবচেয়ে বড় মহড়া হিসেবে উল্লেখ করা হচ্ছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শইগু জানিয়েছেন, মহড়ায় ৩৬ হাজার ট্যাংক, সাঁজোয়া যান, পদাতিক বাহিনীর সশস্ত্র যান এবং এক হাজারের বেশি যুদ্ধবিমান অংশ নেবে। চীন এবং মঙ্গোলিয়ার সামরিক ইউনিটও যোগ দেবে এ মহড়ায়।
সাম্প্রতিক সময়ে ন্যাটো এবং রাশিয়ার মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে এ মহড়ার ঘোষণা এল। ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া উপদ্বীপ দখল করে নেওয়া এবং পূর্ব ইউক্রেনে রুশপন্থি বিদ্রোহীদের রাশিয়ার সমর্থনকে কেন্দ্র করে ন্যাটোর সঙ্গে দেশটির উত্তেজনা সৃষ্টি হয়।