গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘রাজনৈতিক দলের নেতাদের মধ্যে যা নিয়ে আলোচনা হতে পারে আমাদের মধ্যেও তাই নিয়ে আলোচনা হয়েছে। সব কথা তো বলা যাবে না।’
বৃহস্পতিবার সকাল ১১টায় মতিঝিলে গণফোরামের কার্যালয়ে দলটির সভাপতি ড. কামাল হোসেনের সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকী বৈঠকে বসেন।
ঘণ্টাখানেকের বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা খোলাসা না করলেও আগামী সংসদ নির্বাচনের বিষয়েই ইঙ্গিত পাওয়া গেছে কৃষক শ্রমিক জনতা লীগের এ নেতার বক্তব্যে।
বর্তমান পরিস্থিতিকে আপনারা কেন সংকটময় পরিস্থিতি মনে করছেন এমন প্রশ্নের জবাবে কাদের সিদ্দিকী বলেন, ‘আপনি যে এখান থেকে অফিসে যেতে পারবেন তার কোনো গ্যারান্টি আছে? যদি না থাকে তাহলেই তো সংকট। এ রকম অসংখ্য সংকট আছে।’
কী ধরনের নির্বাচন হলে গ্রহণযোগ্য নির্বাচন মনে করবেন জানতে চাইলে বঙ্গবীর বলেন, ‘যে নির্বাচন সকলে মেনে নেবে, জনগণের কাছে গ্রহণযোগ্য মনে হবে সে ধরনের নির্বাচন হলেই গ্রহণযোগ্য নির্বাচন বলে মেনে নেব।’
এ বৈঠকে কাদের সিদ্দিকীর সঙ্গে ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার।
এর আগে মঙ্গলবার রাতে বেইলি রোডে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনের বাসায় জাতীয় ঐক্য গড়তে যুক্তফ্রন্ট ও গণফোরামের নেতারা বৈঠকে বসলেও সেখানে ছিলেন না কৃষক শ্রমিক জনতা লীগের কোনো প্রতিনিধি।